‘আমলকি’ ব্র্যান্ডকে এগিয়ে নিতে চান নন্দিতা শারমিন
- আপডেট সময় : ০২:১৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক : প্রাকৃতিক উপাদান থেকে তৈরি পণ্য নিয়ে কাজ করেন নন্দিতা শারমিন। শুষ্ক ত্বক, চুল পড়াসহ বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে তার এসব পণ্য। শুধু তাই নয়, ফেসবুকে নানা ধরনের পরামর্শমূলক ভিডিও দেন শারমিন।
তিনি ‘আমলকি’ নামে একটি ব্র্যান্ড চালু করেছেন। টানা ছয় বছর হলো নিয়মিতভাবে নতুন নতুন পণ্য তৈরি এবং বাজারজাত করছে ‘আমলকি’। তারই ধারাবাহিকতায় এসেছে আমলকি স্যান্ডেল উড ফেসিয়াল সেট। চন্দন ত্বকের পরিচর্যায় খুবই উপকারী তা আমরা সবাই জানি। সেই চন্দনের মাধ্যমে তৈরি আমলকি স্যান্ডেল উড ফেসিয়াল সেট ঘরে বসে পার্লার লুক এনে দিতে সাহায্য করে বলে জানান তিনি।
বলা যায়, হার্বালিস্ট নন্দিতা শারমিনের নতুন ফর্মুলেশন তৈরি এই আমলকি স্যান্ডেল উড ফেসিয়াল সেট। নতুন এই সেটটি প্রসঙ্গে তিনি বলেন, তিনটি স্টেপ এর এই ফেসিয়াল সেটটি সপ্তাহে দুইবার ব্যবহার করা যাবে। তাহলে এক মাসের মধ্যেই ত্বকে রেজাল্ট পাওয়া যাবে। তবে শুরুতে ক্লিনজার দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এরপর কন্ডিশনার ম্যাসাজ ক্রিমটি দিয়ে ৫-১০ মিনিট ম্যাসাজ করে নিতে হবে। এরপর মুখ ধুয়ে নিতে হবে। সবশেষে ফেসপ্যাক লাগিয়ে ১০-১৫ মিনিট রাখতে হবে। এরপর শুকিয়ে গেলে মুখ পরিষ্কার করে নিতে হবে।
বলে রাখা ভালো, স্কিন কেয়ারের বিভিন্ন পণ্য নিয়ে কাজ করছেন নন্দিতা শারমিন। আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে এসব পণ্যের কাঁচামাল আনেন। ‘আমলকি’ ব্র্যান্ডের পণ্য বানানোর কারখানাটি রাজধানীতে অবস্থিত। তিনি লন্ডন ও বাংলাদেশে আসা-যাওয়ার মধ্যে থাকেন। তাঁর উৎপাদিত আমলকি অনলাইনে জনপ্রিয়তা পেয়েছে।
নন্দিতার কাছে জানতে চাওয়া হয়, কিভাবে তিনি এই পেশায় এলেন। তিনি জানান, তার দাদা নরসিংদীর লাল মোহন বাউল আয়ুর্বেদ চিকিৎসক হিসেবে সুনাম কুড়িয়েছিলেন। নন্দিতা মূলত দাদার পথ ধরেই এগোচ্ছেন। নন্দিতা লন্ডনে দ্য স্কুল অব ন্যাচারাল হেলথ অ্যান্ড সায়েন্স বিষয়ে অ্যাডভানস ডিপ্লোমা (দুই বছর) করেন। বর্তমানে হারবালিস্ট হিসেবে লন্ডনে কনসালটেন্সিও করছেন।
মূলত তার প্রেরণা হয়ে আছেন দাদু লালমোহন বাউল। তাই শিকড়কে অনুসরণ করে ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করেছেন নন্দিতা। তার তৈরি করা ব্রান্ড আমলকি প্রসঙ্গে জানান, ‘আমলকি থেকে প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ এমন কিছু ভেষজ পণ্য তৈরি হয়, যা ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এমনকি কৃত্রিম সুগন্ধি থেকেও মুক্ত। নন্দিতা জানিয়েছেন, গ্রাহকের ত্বকের কথা বিবেচনা করে পণ্য তৈরির চেষ্টা করে তাঁর প্রতিষ্ঠান। কারণ, ত্বকের ধরন অনুসারে পণ্য ব্যবহার করলে ত্বক ভালো থাকে। আমলকির পণ্যগুলোর দাম ১০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।
তিনি জানান, দক্ষতাবলেই এই ক্ষেত্রটিতে নিজের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। প্রাথমিকভাবে আমলকি তার নিজস্ব অনলাইন স্টোর দিয়ে যাত্রা শুরু করে। তবে এখন অনেক ই-কমার্স সাইট, সুপারশপ ও বিভিন্ন দোকানে প্রতিষ্ঠানটির পণ্য পাওয়া যায়। আবার শুধু স্পা সেন্টার ও পার্লারে ব্যবহার করার জন্য কিছু পণ্য বাজারে এনেছে আমলকি। এর পণ্য বিক্রির অর্থের একটা অংশ দিয়ে নন্দিতা শারমিন ‘স্পিকস’ নামের একটি দাতব্য সংস্থা পরিচালনা করেন।