আমানতের লাভের হার কমিয়ে দেয়ায় বিপাকে পড়েছে হাজারো আমানতকারী
- আপডেট সময় : ০৭:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
হঠাৎ করেই ডাকঘর সঞ্চয় ব্যাংকে সব ধরনের আমানতের লাভের হার কমিয়ে দেয়ায় বিপাকে পড়েছে বগুড়ার হাজারো আমানতকারী। এরই মধ্যে অনেকে আমানত ফেরত নেয়ার প্রস্তুতি নিয়েছে।
ক্ষুদ্র আমানতের লাভের টাকায় যাদের সংসার চলত, তারাই এখন বিপাকে। ব্যাংকের সাথে সুদের হার সমান করতে, গেলো বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদী ও সাধারণ সঞ্চয় স্কিমের আমানতে লাভের হার কমিয়েছে। মেয়াদি হিসেবে লাভের হার ১১ দশমিক ২৮ থেকে কমিয়ে ৬, আর সাধারণ হিসেবে সাড়ে সাত থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে আমানতকারীরা।সঞ্চয়ে উৎসাহ হারাবে সাধারণ মানুষ। বাড়বে সামাজিক অস্থিরতা। আবার অনেকেই আমানত ফেরত নিতে তৎপর হয়ে উঠেছে।
সরকারের নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে জানান বগুড়ার পোস্টমাস্টার।
সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সঞ্চয় স্কিমের লাভের হার বাড়ানোর দাবি এ অঞ্চলের আমানতকারীদের।