আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে : কাদের
- আপডেট সময় : ১০:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দুই সেলফিতে বাজিমাত হয়ে গেছে। দিল্লি কিংবা আমেরিকাসহ সবার সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব রয়েছে, কারো সঙ্গে শত্রুতা নেই। তিনি বলেন, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা কিংবা ভিসানীতির পরোয়া করে না। বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবেই হবে।
অক্টোবর মাসেই বিএনপি চূড়ান্ত আন্দোলনের ঘোষণার পর থেকে আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সাভারের আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগের এই শান্তি ও উন্নয়ন সমাবেশ। এতে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। নেতারা বলেন, খালেদা জিয়ার চিকিৎসার নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বিএনপি।
সমাবেশে প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, আপস হয়ে গেছে, আগামী জানুয়ারিতে নির্বাচন করতে কোন বাধা নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, দুই সেল্ফিতেই বিএনপি দিশেহারা। এখন আন্দোলনের নামে দিশেহারা পতিকের মতো পথে পথে ঘুরছে। বিএনপির কারণেই খালেদা জিয়ার মামলা ঝুলে আছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।