আম্পানের তাণ্ডবে রাজশাহীতে ঝরে পড়েছে বিপুল পরিমাণে আম
- আপডেট সময় : ০৪:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে রাজশাহীতে ঝরে পড়েছে বিপুল পরিমাণে আম। এতে আম চাষীদেরে প্রায় ১২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। অবশ্য এসব আম বেশি দামে কিনে ত্রাণ হিসেবে বিতরণের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এদিকে ঝড়ে বোরোধান ও ভুট্টাসহ কৃষি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন।
বুধবার থেকে রাজশাহীতে গোপালভোগ আম পাড়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপের কারণে রোদ ঝলমলে দিনের অপেক্ষায় ছিলেন চাষীরা। কিন্তু সে অপেক্ষাই যেন কাল হলো। গেল রাতে আম্পানের বড়ো ঝাপ্টাটাই গেছে আমের ওপর দিয়ে। এতে অনেক চাষীই এখন নিঃস্ব।
তবে জেলা প্রশাসক জানিয়েছেন, ঝরে পড়া এসব আম বাজার মূল্যের চেয়ে বেশি দামে কিনে দরিদ্রদের বিতরণ করা হবে ত্রাণ হিসেবে। এতে পুষ্টির যোগানও হবে।
রাজশাহীতে এবার ১৭ হাজার ৬৮৬ হেক্টর জমিতে আমের গাছ রয়েছে। আর উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিল ২ লাখ ১০ হাজার মে.টন। তবে আম্পানের কারণে তা অর্জিত নাও হতে পারে বলে কৃষি বিভাগের শঙ্কা।