আরও দু’দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- আপডেট সময় : ০৭:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
সক্রিয় মৌসুমি বায়ুতে আরও দুদিন অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এ সময়ে সাগরে দেখাতে হবে ৩ নম্বর সতর্ক সংকেত। এর ফলে দেশের ১৮ জেলার ওপর দিয়ে দমকা ঝড়ো হওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে বড় ধরনের বন্যার সতর্কতা দেয়নি বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শ্রাবণের শেষদিকে এসে, টানা বৃষ্টিতে রাজধানীতে ছোয়া লেগেছে বর্ষাকালের। তবে ভোগান্তিতে নগরবাসী। শিক্ষার্থী ও অফিসগামীদের পোহাতে হয় চরম দুর্ভোগ।
মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ সাথে বৃষ্টির প্রবণতা আরও দুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়ার অফিস।
টানা বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানান আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান।
টানা বর্ষনে নিম্নাঞ্চল তলিয়ে গেলে কিংবা নদ-নদীতে পানি বাড়লেও বড় ধরণের বন্যার সম্ভাবনা নাকচ করে দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
তবে ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান জেলার নদীসমূহের পানি সমতলে বিপদসীমা উপরে অবস্থান করে সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে জানান নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান।