আরও নতুন নতুন দেশে শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আরও নতুন নতুন দেশে শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। যুক্তরাজ্যের পর জার্মানি ও ইতালিতে মিলেছে কোভিড নাইনটিনের এই ধরন।
জার্মানির মিউনিখ বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকা ফেরত দুজনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। ইতালির মিলানে ওমিক্রন সংক্রমিত একজনের সন্ধান মিলেছে, যে মোজাম্বিক থেকে ফিরেছেন। চেক রিপাবলিকেও নামিবিয়া ফেরত একজন এই ভ্যারিয়েন্টের শিকার বলে আশঙ্কা করা হচ্ছে। আফ্রিকা মহাদেশের পাঁচটি দেশের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে তুরস্ক। ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।