আরব আমিরাতে গ্রেফতার হওয়া ৫৭ প্রবাসীর ১২ জন ফিরলেন বাংলাদেশে

- আপডেট সময় : ১১:১৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
- / ২২৭১ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া ৫৭ প্রবাসী বাংলাদেশির মধ্যে ১২ জন বাংলাদেশে পৌঁছেছেন। এর আগে অন্তবর্তী সরকারের প্রধান ড. ইউনুসের আহবানে সে দেশের সরকার তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে।
গতকাল রাত ১০টায় এয়ার এরাবিয়ার শারজাহ থেকে আসা ফ্লাইটে একজন এবং আবুধাবি থেকে আসা ফ্লাইটে ১১ জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় স্বজনদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। ক্ষমা পেয়ে দেশে ফিরতে পেরে কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তী সরকারের প্রতি। গত ১৯ জুলাই বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে চালানো গণহত্যার প্রতিবাদ জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হন তারা। এসময় ৫৩ জনকে ১০ বছর ও ৪ জনকে ১১ বছরের সাজা দেয়া হয়। কিন্তু ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর অন্তবর্তী সরকারের অনুরোধে তাদেরকে মুক্তি দেয়া হয়।