আরব আমিরাতে ভিজিট ভিসা চালু হওয়ায় অনেক বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ তৈরী হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা চালু হওয়ায় অনেক বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ তৈরী হচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো দেশে রেমিটেন্স প্রবাহ বাড়াচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
সংযুক্ত আরব আমিরাতের সারজাহ সানাইয়া শিল্প এলাকায় খালাত আল মদিনা রেস্টুরেন্টের উদ্বোধনকালে ব্যবসায়ীরা এসব কথা বলেন। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন দুবাই বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব সৈনিক। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক আবুল হাশেম, আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরী, হারুনুর রশিদ,সাইফুল ইসলাম তালুকদার সহ বিভিন্ন ব্যবসায়ীরা। প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশি খাবারকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে তারা আন্তরিকভাবে চেষ্টা করছে। পরে প্রতিষ্ঠান উত্তরোত্তর সাফল্য কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।