আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন
- আপডেট সময় : ০২:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন হয়েছে। এর আগে সকালে তার মরদেহ আনার পর দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হন।
সকাল ১০টা ২০ মিনিটে স্যার ফজলে হাসান আবেদের মরদেহ সাদা ফুলে ঘেরা অ্যাম্বুলেন্সে করে আর্মি স্টেডিয়ামে নেয়া হয়। রাষ্ট্রপতির পক্ষ থেকে মেজর আশিকুর রহমান প্রথম মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রীর পক্ষে উপসামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা জানান। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনূস, ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ড. ম তানিম মরদেহে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামেই জানাজা সম্পন্ন হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বিশিষ্টজনেরা বলেন, স্যার ফজলে হাসান আবেদের শূণ্যতা পূরণ হওয়ার নয়। তবে তাঁর আদর্শ ও কর্ম অনুসরণ করে, দেশকে এগিয়ে নিতে হবে। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা যান।