আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে আজারবাইজানের ১৩ জন বেসামরিক নাগরিক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে আজারবাইজানের গ্যাঞ্জা শহরে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন।
আজারবাইজানের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় শনিবার এই তথ্য জানিয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গ্যাঞ্জাতে আর্মেনিয়ার সেনাবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে । আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত করে কৌশলগত শহর মিঙ্গেসেভিরে। আজারবাইজান আর্মেনীয় বিদ্রোহীদের রাজধানী স্টেপানাকার্টে গোলা নিক্ষেপ করার কয়েক ঘণ্টা পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন। হামলায় কয়েকটি বাড়ি একেবারে ধ্বংস হয়ে গেছে।