আর্মেনিয়ার দখল থেকে ২২ এলাকা মুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী
- আপডেট সময় : ০৭:২৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আর্মেনিয়ার দখল থেকে কারারাখের ২২ এলাকা মুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী। সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
বিতর্কিত নাগোরনো-কারাবাখ নিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে জাড়িয়ে পড়ে। আজারি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বেলাগান, বারডা, টার্টার শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর্মেনিয়া । এদিকে নাগোরনো-কারাবাখ এলাকার কর্তৃত্ব নিয়ে চলা সংঘাতে আজারবাইজানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেন, ইরানের সীমানায় কোনো পক্ষের আঘাতই সহ্য করা হবে না। আজারবাইজানের বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ এবং দ্রুত সংলাপ শুরু করার আহ্বান ও জানান তিনি। নাগোরনো-কারাবাখ আজারবাইজারের ভেতরে হলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে । আর্মেনিয়া তাদের সমর্থন দিচ্ছে। ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে অঞ্চলটি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীন দেশ হিসেবে এখনো কারো স্বীকৃতি পায়নি।