আর্মেনিয়া ও আজারবাইজানের প্রতি অস্ত্রবিরতির আহ্বান রাশিয়ার
- আপডেট সময় : ০৮:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সংঘাতপূর্ণ নাগরনো-কারাবাখ অঞ্চলে অস্ত্রবিরতি পালন করতে আর্মেনিয়া ও আজারবাইজানের প্রতি আবারো আহ্বান জানিয়েছে রাশিয়া। বুধবার দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ আহ্বান জানান।
সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই নাগরনো-কারাবাখ নিয়ে তুমুল যুদ্ধ চলছে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। দুই দেশই যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ করছে একে অপরের বিরুদ্ধে। এরই মধ্যে আর্মেনিয়ার আরেকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আজারবাইজান। ২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে জড়ায়। পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা চলে। এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ যুদ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যুদ্ধবন্দীসহ অন্যান্য বন্দী বিনিময় ও মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়। কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি সরকারি মদদে আর্মেনীয় বিদ্রোহীরা ১৯৯০’র এক দশক থেকে নিয়ন্ত্রণ করছে। এ সময়কালে আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘাতে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।