আর্সেনালে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ম্যানসিটি ছেড়ে আরেক ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস।
ইউরোপিয়ান ফুটবলে দলবদলের বাজার বেশ গরম এবার। অনেক বড় তারকা নাম লিখিয়েছেন দল-বদলের বাজারে এবং যোগ দিয়েছেন নতুন ক্লাবে। এদিকে, এক সপ্তাহ দর কষাকষি শেষে ৪৫ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় ৫১৩ কোটি টাকায় জেসুসকে দলে নিতে সম্মত হয়েছে আর্সেনাল। ২০১৬ সালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে ২৭ মিলিয়ন ইউরোতে জেসুসকে দলে ভিড়িয়েছিল ম্যান সিটি। পাঁচ মৌসুমে দলের সাথে ৪টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন এই ব্রাজিলিয়ান তারকা। সিটির হয়ে ২৩৬ ম্যাচে ৯৮ গোল ও ৪৬টি এসিস্ট করেছেন জেসুস।