আর মাত্র কয়েক ঘন্টা পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ
- আপডেট সময় : ০২:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
আর মাত্র কয়েক ঘন্টা। পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ- ফুটবল বিশ্বকাপের। ইতিহাসের প্রথম শীতকালীন বিশ্বকাপকে সামনে রেখে সবার চোখ এখন মধ্যপ্রাচ্যের দেশ কাতারে।
৬০ হাজার দর্শক ধারণক্ষমতার আল বায়াত স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। আর ১০টায় স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ফুটবলের সব থেকে প্রেস্টিজিয়াস আসর- বিশ্বকাপ।
অবসান হলো সব প্রতীক্ষার। আর মাত্র কয়েক ঘণ্টা। আতশবাজির ঝলকানিতে পর্দা উঠবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের।
রাত ৮টায় স্বাগতিক দেশ কাতারের ইতিহাস, ঐতিহ্য, কালচার তুলে ধরার মাধ্যমে রাজধানী দোহায় শুরু হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে এবারের বিশ্বকাপের থিম সং- ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন আমেরিকার শিল্পী- লিল ববি। আরো থাকবেন মরোক্কোর নৃত্যশিল্পী মানাল ও রেহমা। তাদের সঙ্গে থাকবেন ভারতের নোরা ফাতেহিও।
আমেরিকার মিউজিক্যাল গ্রুপ ‘ব্ল্যাক আইড পিস’ ও ইংলিশ গায়ক রবি উইলিয়ামসের পারফরম্যান্স করার কথা রয়েছে। এছাড়া কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস-এর সদস্য জুং কুক ‘ড্রিমার্স’ গানটি পরিবেশন করবেন বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কাতার ও ইকুয়েডর। আল বায়েত স্টেডিয়ামে রাত ১০টায় শুরু হবে ম্যাচ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ স্মরনীয় করে রাখতে প্রস্তুত কাতার। আর জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করার ব্যাপারে আত্মবিশ্বাসী ইকুয়েডর।