আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত
- আপডেট সময় : ০১:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ফেনীতে চারজনসহ টাঙ্গাইল, মাদারীপুর, পটুয়াখালী, ঝিনাইদহ ও গোপালগঞ্জে ১১ জন নিহত হয়েছে।
ফেনীর ছাগলনাইয়ায় পিকাপভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ১ জনকে চট্রগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। সকালে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের শুভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকাগামী একটি মাইক্রোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে চালকসহ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুরে প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন ৬জন। সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি ভাঙ্গাব্রীজে এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর দুমকিতে ট্রাক চাপায় নিহত হয়েছে এক মোটরসাইকেল আরোহী।
ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই মোটর সাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্ভাড ভ্যানের চাপায় ফাইজুর মিয়া নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুরে এ দূর্ঘটনা ঘটে।