আলাদা সড়ক দুর্ঘটনায় মাগুরা, বাগেরহাট ও হবিগঞ্জে ৫ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় মাগুরা, বাগেরহাট ও হবিগঞ্জে ৫ জন নিহত হয়েছে।
মাগুরার মোহাম্মদপুরের আউনাড়া এলাকায় দুপুরে বাস চাপায় ইজিবাইকের চালকসহ ২ জন নিহত হয়েছে। বাসটি অটোরিক্সাকে চাপা দিলে পাশের খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীরাও আহত হয়। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা রাব্বি ও জসিমকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাটের রামপালে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের বাবুর বাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় রেবের এক সদস্য মারা গেছেন। শনিবার রাত সোয়া ৭টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পাশে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত রেব সদস্য ল্যান্স কর্পোরাল মাহমুদুল হাসান হবিগঞ্জ ক্যাম্পে কর্মরত ছিলেন।