আলাদা সড়ক দুর্ঘটনায় কক্সবাজার, মাদারীপুর ও পাবনায় ৭ জন নিহত
- আপডেট সময় : ০২:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় কক্সবাজার, মাদারীপুর ও পাবনায় ৭ জন নিহত হয়েছে।
কক্সবাজারের টেকনাফে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখি যাত্রিবাহী একটি মিনিবাসের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হলে মুহুর্তেই রিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নারীসহ তিন জন নিহত হয়। পরে আহত ১ জনকে হাসপাতালে নেয়া হলে তাকেও মৃত ঘোষণা করে চিকিৎসক।
মাদারীপুরের শিবচরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়ে। হাইওয়ে পুলিশ জানায়, শিবচরের বাংলাবাজার ফেরিঘাট এলাকা থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল ওই তিন ব্যক্তি।
পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরুল ইসলাম নামের একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। সকালে কর্মস্থলে যাওয়ার পথে পাবনা-পাকশি আঞ্চলিক সড়কের দাপুনিয়া বাজারে পৌছালে ঈশ্বরদী থেকে পাবনা শহরগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষে। ঘটনাস্থলেই কামরুল নিহত হয়।