আলাদা সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া ও সিরাজগঞ্জে দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া ও সিরাজগঞ্জে দুইজন নিহত হয়েছে। এ সময় দুইজন আহত হয়েছে।
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কেদ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মেহেদী ঘটনাস্থলেই নিহত হয়। এসময় তার সঙ্গে থাকা বাবা শরিফউদ্দিন গুরুতর আহত হয়ে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গেলোরাতে মহাসড়কের বটতৈল বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন যুবলীগ নেতা কামরুল ইসলাম। এ সময় কামরুলের সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী জিন্নাহ আলী আহত হন। গেলোরাতে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘনাটি ঘটে।