আলাদা সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা ও দিনাজপুরে দুইজন নিহত
- আপডেট সময় : ১২:১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা ও দিনাজপুরে দুইজন নিহত হয়েছে।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের বাদিয়াখালী কালিরবাজ সড়কের ছালুয়া বেলী ব্রীজ ভেঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাক খালের পানিতে পড়ে একজন নিহত হয়েছে। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলন জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি ঢাকা থেকে ফুলছড়ি কালিবাজার উদ্দেশ্যে আসার পথে ছালুয়া বেইলী ব্রীজ পার হওয়ার সময় ব্রীজটি ভেঙ্গে পানিতে পড়ে যায়।এসময় একজন নিহত হয়।
এদিকে, দিনাজপুরের মির্জাপুর এলাকায় ট্রাকের ধাক্কায় নঈমুদ্দিন নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নঈমুদ্দিন জেলার শেখপুরা বালুবাড়ী এলাকার বাসিন্দা। কোতোয়ালি থানার ওসি বজলুর রশিদ এসব তথ্য জানান। পুলিশ জানায়, বাইসাইকেলে বাসার উদ্দেশে রওনা দেন নঈমুদ্দিন। এ সময় ফুলবাড়ী থেকে আসা একটি ট্রাক সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে নঈমুদ্দিন
নিহত হয়।