আলাদা সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা, ময়মনসিংহ ও মানিকগঞ্জে ৩ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা, ময়মনসিংহ ও মানিকগঞ্জে ৩ জন নিহত হয়েছে।
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। তার নাম ফরিদ হোসেন। স্থানীয় পরিবহনে করে উপজেলা শহরে যাওয়ার পথে পরিবহনটি উল্টে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ময়মনসিংহের ভালুকায় দুই ট্রাকের সংঘর্ষে আব্দুর রহমান নামে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছে। এসময় আহত হয় আরো পাঁচজন। সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে মোহাম্মদ রাকিব হোসেন নামে এক ট্রাকচালক নিহত হয়েছে। সকালে মহাসড়কের ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।