আলাদা সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা ও পাবনায় ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা ও পাবনায় ৪ জন নিহত হয়েছে।
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের দুঘটনায় নিহত হয়েছে স্কুলছাত্র দুইজন। ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাঁড়িয়ে থাকা অটোরিক্সাকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক ও অটোরিক্সার যাত্রীসহ পাঁচজন। আহতদের হাসপাতালের নিলে মারুফ ও সজীবকে মৃত ঘোষণা করেন।
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে। ভোরে পাবনা-পাকশী সড়কের চররুপুর জিগাতলা মোড়ে মুক্তার নামের ওই বৃদ্ধকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।