আলাদা সড়ক দুর্ঘটনায় জামালপুর, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে ৪ জন নিহত
- আপডেট সময় : ০২:১৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় জামালপুর, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে ৪ জন নিহত হয়েছেন।
জামালপুরের দেওয়ানগঞ্জের ভারত সীমান্তের গারোহরীতে নিয়ন্ত্রণ হারিয়ে সারবোঝাই একটি ট্রাক বসতবাড়িতে ঢুকে গেলে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হন। ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান জানান, জামালপুর থেকে কুড়িগ্রামগামী সারবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাংধরা ইউনিয়নের গারোহরীতে রাস্তার পাশের একটি বসত ঘরে ঢুকে পড়ে। ঘুমন্ত অবস্থায় জয়নাল আবেদীন ও তার স্ত্রী হাসিনা খাতুন মারা যান। পরে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছে। সকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার কর্চ্চাডাঙ্গা গ্রামে। স্থানীয়রা জানায়, সবে খাতুন বেশ কিছু দিন ধরে শারিরীকভাবে অসুস্থ ছিলেন। সকালে ভ্যান করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের চাপায় শাজাহান মুন্সী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা বাসষ্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।