আলাদা সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ, সাতক্ষীরা ও মাদারীপুরে ৬ জন নিহত
- আপডেট সময় : ০১:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ, সাতক্ষীরা ও মাদারীপুরে ৬ জন নিহত হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার পাতবিলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কোটচাঁদপুর পৌরসভার দুধসর গ্রামের সৌভিক, কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের সোহেল হোসেন ও আকরাম হোসেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, বিকেলে সৌভিক মোটরসাইকেলে করে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের যাওয়ার পথে পাতবিলা তেলপাম্পের সামনে কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় কোটচাঁদপুর থেকে কালীগঞ্জগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে এতে তিনটি মোটরসাইকেলের পাঁচজন আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সৌভিককে মৃত ঘোষণা করেন। আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে সোহেল ও আকরাম মারা যান।
সাতক্ষীরায় মাটি বহনকারি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছে। ভোর সদরের তালতলা বিজিবি ব্যাটালিয়ান হেড কোয়াটারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদরের বকচরা গ্রামের মনিরুল ইসলাম ও একই গ্রামের মোহাম্মদ আলী। থানা কর্মকর্তা মোঃ বুরহানউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মাদারীপুরে যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। নিহত রহিমা আক্তার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মালেরহাট গ্রামের বাসিন্দা। গেলরাতে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।