আলাদা সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও ঝিনাইদহে ৪ জন নিহত
- আপডেট সময় : ০৫:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও ঝিনাইদহে ৪ জন নিহত হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একাধিক গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন দুইজন। সকালে মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীর চরভাবলায় এ দুর্ঘটনা ঘটে। পাবনা থেকে ছেড়ে আসা জামালপুরগামী নাইফ পরিবহনের বাসের সাথে দুর্ঘটনা কবলিত দুটি গাড়ীর সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। এসময় আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বুজরত আলী কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাড়ী গ্রামের বাসিন্দা।
এদিকে, ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় জরিনা খাতুন নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গেলরাতে সদর উপজেলার ভূটিয়ারগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।