আলাদা সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে ৪ জন নিহত হয়েছে।
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় রবিউল ইসলাম নামের এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও দু’জন। পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে দুই যুবক নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে ঘটনাস্থলে নিহত হন একজন। এদিকে, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সামনে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির পিকআপ ভ্যান একজনকে চাপা দিলে মৃত্যু হয় আরও একজনের।