আলাদা সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল ও সিরাজগঞ্জে ৫ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল ও সিরাজগঞ্জে ৫ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ১২ জন।
সকালে টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কিতে মোটরসাইকেল ও অজ্ঞাত পরিবহনের সংঘর্ষে দু’জন এবং জেলার ঘাটাইলের কদমতলীতে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হন। আরেক দুর্ঘটনায় কদমতলীতে সিএনজি চালিত অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা যান আরও একজন।
সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ২ পিকআপভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ১২ জন। ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়িতে এ দূর্ঘটনা ঘটে।