আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় রাজবাড়ী ও সিরাজগঞ্জে তিনজন নিহত হয়েছেন।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার কলেজ মোড়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের নাম রাকিব ও মোক্তার। তারা দু’জনেই কুষ্টিয়ার বাসিন্দা। পুলিশ জানায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়া যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন। এসময় আহত হন অন্তত ৫ জন।
সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ড ভ্যান চালক মংওয়াইচিং মারমা রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাপাহাড় এলাকার বাসিন্দা।