আলাদা সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৬ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
সিলেটসহ আরো দুই জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জন।
সিলেটের জৈন্তাপুরে দরবস্ত বাজারে গেলোরাতে ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গ্যারেজে ঢুকে পড়লে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। নিহতরা সবাই স্থানীয় একটি গ্যারেজ মেকানিক।
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশের মহিষলুটি বাজারের ব্রিজ এলাকায় ৫টি ট্রাক ও কাভার্ড ভ্যানের দু’টি পৃথক সংঘর্ষে দুইজন নিহত। ভোরের এ দুর্ঘটনার বিষয়টি হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রোববার রাতে সদর উপজেলার লোহালিয়া- বাউফল সড়কের কাশিপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী আশিকুর রহমান সজিব নিহত হয়েছে।