আলাদা সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের বীরগঞ্জে ৫ জনসহ ৪ জেলায় ১১ জন নিহত
- আপডেট সময় : ০৫:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের বীরগঞ্জে ৫ জনসহ ৪ জেলায় ১১ জন নিহত হয়েছে। আহত আরো ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল নামক স্থানে বিআরটিসি’র বাস ও একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ ভ্যানযাত্রী নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ২৫ মাইল নামক স্থানে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী বিআরটিসি বাসের সাথে একটি যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের ৫ আরোহী নিহত হয়। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বীরগঞ্জ থানা পুলিশ।
ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ইউটার্ণ নেয়ার সময় কাভার্ড ভ্যানের সাথে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাদের বাবা-মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, গেলো রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে নান্দাইল উপজেলার চকমতি এলাকায় গরু বোঝাই ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক হানিফ মিয়া ও আরোহী আরিফ মিয়া নিহত হয়।
আশুলিয়ায় ট্রাক ও বাসের সংঘর্ষের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী শিহাব দেওয়ান নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল শিহাব নামে ওই কলেজ শিক্ষার্থী। এসময় আশুলিয়ার জিরাবো ডাক্তারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাইপাইল থেকে ছেড়ে আসা আশুলিয়া ক্ল্যাসিক পরিবহন ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের মাঝে পড়ে তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সকালে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রবিউল্লাহ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। ভোরে ঢাকা সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় সিলেটগামী মাছের ট্রাক ও ঢাকাগামী কাপড় বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানে থাকা কাপড় ব্যবসায়ী রবিউল্লাহ ঘটনাস্থলে নিহত হয়।