আলাদা সড়ক দুর্ঘটনায় নাটোর ও কুড়িগ্রামে তিনজন নিহত
- আপডেট সময় : ০৫:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় নাটোর ও কুড়িগ্রামে তিনজন নিহত হয়েছে।
নাটোরে মাছবাহী নছিমন উল্টে পথচারীসহ দু’জন নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, নলডাঙ্গা উপজেলার মাধবনগর থেকে ইঞ্জিন চালিত নছিমনে করে মাছ নিয়ে নাটোর শহরের মাছের আড়তে যাবার পথে নাটোর সদর উপজেলার চকআমহাটি মোড়ে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি পথচারীর উপর উল্টে পড়ে। এ সময় নছিমন চালক মিজানুর রহমান, যাত্রী শাহিনুর রহমান ও পথচারী বাচ্চু সরদার আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান ও বাচ্চু সরদার দুপুরে মারা যান।
.
কুড়িগ্রামের রৌমারীতে বালু বোঝাই ট্রাকটের চাপায় এক জন নিহত হয়েছে। সকালে উপজেলার মির্জাপাড়া এলাকায় রৌমারী-ঢাকা মহাসড়কে এ দূর্ঘনা ঘটে। স্থানীয়া তাদেরকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি কর হয়। পরে সেখানে এক জন মারা যায়। এ ঘটনায় তিন আহত হয়েছে।