আলাদা সড়ক দুর্ঘটনায় নেত্রকোনা ও চুয়াডাঙ্গায় ৩ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় নেত্রকোনা ও চুয়াডাঙ্গায় ৩ জন নিহত হয়েছে।
নেত্রকোণার পুর্বধলায় ও খালিয়াজুড়িতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। গেলরাতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে আতকাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পূর্বধলায় উপজেলার খারচাইল গ্রামের তানিয়া আক্তার এবং খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের পরিতোষ দেবনাথ। পুলিশ জানায়, দ্রুতগামী দুটি ট্রাক ওভারটেক করার সময় পথচারী তানিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুরের সাতগাও এলাকায় লড়ি চাপায় পরিতোষ নাথ নিহত হয় হয়।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালক রাশিদুল ইসলাম নিহত হয়েছে। ভোরে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক দামুড়হুদার উজিরপুর গ্রামের বাসিন্দা।