আলাদা সড়ক দুর্ঘটনায় পাবনা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জন নিহত
- আপডেট সময় : ০৫:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় আপন দুই ভাইসহ অটোভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন, পারভাঙ্গুড়া গ্রামের দুই সহোদর- ইমন হোসেন ও ইমরান হোসেন এবং একই এলাকার ছুম্মা খাতুন। পুলিশ জানায়, দুপুরে ব্যাটারিচালিত একটি অটোভ্যানে চার যাত্রী চর ভাঙ্গুড়া থেকে একই উপজেলার হাটগ্রামে যাওয়ার সময় রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় পাবনাগামী একটি দ্রুতগতির ট্রাক অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ, সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত ও ৩ জন আহত হয়েছে। সকালে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের কলিমনগরে এ দুর্ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, নিহতরা হলেন, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিসিন ও শিশুরোগ চিকিৎসক মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের দিপংকর পোদ্দার ও ময়মনসিংহের গফরগাঁও এলাকার জুলহাসউদ্দিন।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ট্রাকের চাপায় মিলন মিয়া নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের শেরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া জেলার সরাইল এলাকার ভুলু মিয়ার ছেলে।