আলাদা সড়ক দুর্ঘটনায় বগুড়া ও গাজীপুরে নিহত তিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় বগুড়া ও গাজীপুরে তিনজন নিহত হয়েছে।
বগুড়ায় মাটি বোঝাই ট্রাক্টর চাপায় নূর ইসলাম নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে সান্তাহারের আড়ত থেকে মাছ কিনে তিনি বাড়ি ফিরছিলেন। বাইপাস সড়কের তিনমাথা মোড়ে পৌঁছলে ট্রাক্টরটি তাকে ধাক্কা দেয়। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
গাজীপুরের পূবাইলে বাইপাস সড়কের আমতলি এলাকায় ভগ্নিপতির লরির নিচে চাপা পড়ে শ্যালক নিহত হয়েছে। চট্টগ্রাম থেকে গার্মেন্টসের পণ্যবোঝাই কনটেইনার নিয়ে লরিটি সাভারে যাচ্ছিল। পূবাইলের আমতলি এলাকায় যানজট থাকায় গাড়ি কিছুটা ধীরগতিতে চলছিল। সেই সময় শ্যালক ইয়ামিন লরি থেকে নিচে নামে। জট কিছুটা কমলে লরির গতি বাড়ে। পরে, দৌঁড়ে উঠার সময় লরি থেকে নিচে পড়ে চাকায় পিষ্ট হয় ইয়ামিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইয়ামিন ওই লরির হেলপার ছিলেন।