আলাদা সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, ফেনী ও চুয়াডাঙ্গায় সাতজন নিহত
- আপডেট সময় : ০৫:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, ফেনী ও চুয়াডাঙ্গায় সাতজন নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গেলরাতে এ দুর্ঘটনায় নিহতরা হলেন মোটরসাইকেল চালক ও আরোহী ইকবাল, আমজাদ ও পায়েল। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়।
দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাক্টরের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। গেল রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর সড়কের শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ধর্মপুর গ্রামের স্বাধীন চন্দ্র বর্মন এবং কার্তিক চন্দ্র।
ফেনীতে সালাউদ্দিন অনিক নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে রাঙামাটি ভ্রমণে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সিলোনিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, চুয়াডাঙ্গায় পাওয়ার ট্রিলারের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। সকালে সদর উপজেলার ডিহিকেষ্টপুর গ্রামের শিশু রিজভি– বাড়ির সামনে খেলা করার সময় দ্রুতগতির একটি পাওয়ার ট্রিলার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।