আলাদা সড়ক দুর্ঘটনায় মাদারীপুর ও ময়মনসিংহে চারজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় মাদারীপুর ও ময়মনসিংহে চারজন নিহত হয়েছে।
মাদারীপুরের ভাঙ্গাব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসচাপায় এক ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত দুজন মাদারীপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবোরধ করে সকল যানচলাচল বন্ধ করে দেয় এলাকাবাসী। পরে পুলিশ দুর্ঘটনা ঘটানো ঈগল পরিবহনের বাসটি আটকের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন তিনযাত্রী। গেলরাতে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের উপজেলার কাশিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।