আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত, আহত ২০
- আপডেট সময় : ০৬:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনা পাবনা, ময়মনসিংহ ও চাঁদপুরে এক শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ২০ জন।
পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী ও ট্রাকের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন। পুলিশ জানায়, সকালে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে ঈশ্বরদীর জয়নগর মুন্নার মোড়ে তরমুজ বোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় মহাসড়কের ওপরে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় মোটর সাইকেল আরোহী মেহেদী হাসান বিজয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মারা যায় ট্রাকের হেলপার।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পিকআপ ভ্যান-চাপায় মৃত্যু হয়েছে আরো দুই মোটরসাইকেল আরোহীর। এসময় আহত হন বাইকে থাকা আরেকজন। দুপুরে উপজেলার কুশমাইল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাকিলায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে। স্থানীয়রা জানান, দুপুরে ইমা নামে এক শিশু রাস্তা পার হওয়ার সময় চাঁদপুর থেকে কুমিল্লাগামী বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায়।
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা সাকোয়া ব্রীজ সংলগ্ন এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী বাস নিয়ন্ত্রণ হারালে ১৫ যাত্রী আহত হয়।