আলাদা সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ ও নেত্রকোণায় ৬ জন নিহত
- আপডেট সময় : ০৩:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ ও নেত্রকোণায় ৬ জন নিহত হয়েছে।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে দু’টি বাসের মধ্যে সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। গেল রাতে মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রাফি জানান, সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আসিফ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের বাসটিকে ধাক্কা দেয় পাথরবোঝাই ট্রাক। এতে ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
নেত্রকোণায় দাঁড়ানো সিমেন্টবাহী একটি ট্রাকের পেছনে চলন্ত পিক-আপের ধাক্কায় নিহত হয়েছেন দুইজন। সকালে ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজার সংলগ্ন পিডিবি গ্রীডের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, সকালে ঘটনাস্থলে সিমেন্টবাহী একটি ট্রাক সড়কের পাশে বিকল হওয়া চাকা মেরামত করছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণাগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিক-আপে থাকা দুইজন নিহত হয়। এসময় আহত একজন।