আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
- আপডেট সময় : ০৩:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নোয়াখালী, মেহেরপুর, মাদারীপুর ও নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ- মাইজদী সড়কের অনন্তপুর টিভি সেন্টারের কাছে বাসচাপায় সিএনজি চালক মহিউদ্দিন ও তার বন্ধু কামাল নিহত হয়েছে। রাত সোয়া ১০টার দিকে সুগন্ধা পরিবহনের একটি বাস সোনাপুর থেকে ফেনী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে সিএনজি চালক মহিউদ্দিন নিহত হয় এবং কামালকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
মেহেরপুরে মিনি ট্রাকের চাপায় রোকেয়া খাতুন নামের এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছে। রোকেয়া খাতুন প্রতিদিনের ন্যায় সকালে রাস্তায় হাটতে বের হয়। রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় পিছন থেকে একটি মিনিট্রাক তাকে চাপা দিয়ে মেহেরপুরের দিকে পালিয়ে যায়। সকাল ৭ টায় সদর উপজেলার মদনা জামতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচরে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় সাইম মিয়া নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। সকালে মা নার্গিস বেগমের হাত ধরে বাড়ি ফিরছিল শিশু সাইম। কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি রাস্তা দিয়ে হাটার সময় হঠাৎ করে মায়ের হাত থেকে ছুটে সামনে এগিয়ে যায় সাইম। এসময় কাঁঠালবাড়ী ঘাট থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক শিশুটিকে চাপা দিলে ঘটলাস্থলেই তার মৃত্যু হয়।
নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জ- বিরিশিরি সড়কে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের যাত্রী এক নারী নিহত হয়েছে। এসময় দুইজন যাত্রী আহত হয়েছেন। নেত্রকোনার পূর্বধলার চৌরাস্তা থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে শ্যামগঞ্জ যাচ্ছিল। শ্যামগঞ্জ- বিরিশিরি সড়কের ফাজিলপুর নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকসহ ট্রাকটি পাশের একটি পুকুরে পড়ে যায়। এসময় ইজিবাইকের এক নারী যাত্রী নিহত হয়।