আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
- আপডেট সময় : ০৬:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে বাস চাপায় দুই মোটরসাইকেলসহ দিনাজপুর, গোপালগঞ্জ ও নেত্রকোণায় ৫জন নিহত হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিন্নাদাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন পাবনার বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামের আল আমিন সেখ ও গোলাম মোস্তফা।
দিনাজপুর পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লাবিব নামে একজন নিহত হয়েছেন। গেলরাতে দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়ক এরশাদ নগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় মাহাবুবুর রহমান মৃধা নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হন আরো দুজন। গেলারাতে এ দূর্ঘটনা ঘটে।
এদিকে, নেত্রকোনার বারহাট্টায় ভ্যান গাড়ি ও মোটার সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এস আই হাবিবুর রহমান হাবিব নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।