আলাদা সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
- আপডেট সময় : ০৬:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় নরসিংদী ৪জন ও দিনাজপুরে দুইজন নিহত হয়েছে।
নরসিংদীর রায়পুরায় পিকআপের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন। সকালে নরসিংদী-রায়পুরা সড়কের রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, রায়পুরা থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি নরসিংদী শহরের দিকে যাচ্ছিল। পথে আমীরগঞ্জের করিমগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে রায়পুরাগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হয়। এসময় আহত এক নারী যাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। পুলিশ জানায়, পাবনা হতে পঞ্চগড় গামী ইট ভর্তি ট্রাক ও দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে নওগাঁ গামী আলু বোঝাই ট্রাক ফুলবাড়ী উপজেলার রামপুরা এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক ও হেলপার নিহত হয়।