আলাদা সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে
- আপডেট সময় : ০৮:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় কুমিল্লা, সাভার, গাইবান্ধা ও কক্সবাজারে ৮ জন নিহত হয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় হাইওয়ে পুলিশের এএসআই আক্তার হোসেনসহ ৩ জন নিহত হয়েছে। ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চিবাজার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভোরে দু’টি কাভার্ড ভ্যানের সংঘর্ষের পর উদ্ধার করতে যায় হাইওয়ে পুলিশের একটি টিম। এ সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান– উদ্ধার কাজে নিয়োজিত রেকারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পুলিশের এএসআই আক্তার হোসেনসহ ৫ জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে চৌদ্দগ্রাম হাসপাতালে নেয়ার পর এএসআই আক্তার হোসেনসহ ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে, সাভারে আলাদা সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়। সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় পথচারী আব্দুর রাজ্জাক নিহত হয়। এছাড়া সাভারে ট্রাকের ধাক্কায় মারা গেছে মাইক্রোবাসের যাত্রী নিশাত জাহান রুশনি।
গাইবান্ধার সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের কমদতলী এলাকায় রাস্তা পারের সময় অটোরিক্সা চাপায় এক শিশু নিহত হয়েছে।
কক্সবাজার-টেকনাফ সড়কে দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে দুই রোহিঙ্গা সহোদর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।