আলাদা সড়ক দূর্ঘটনায় পাঁচজন নিহত
- আপডেট সময় : ০৫:২৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দূর্ঘটনায় জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়া এবং নওগাঁয় মোট পাঁচজন নিহত হয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু হয়েছে। সকাল বাগজানা বাজারে এ দূর্ঘটনা
ঘটে। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে পিকআপ চালক শরিফ আম নিয়ে নিলফামারীর সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হন একজন।
ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সিরাজগঞ্জের মহিষামুড়া বাজারে এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় এক এসএসসি পরীক্ষার্থী আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ট্রাকচাপায় বগুড়ার শেরপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার চান্দাইকোনা-ভবানীপুর আঞ্চলিক সড়কে ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইউএনও’র গাড়ির ধাক্কায় নওগাঁয় ৩ মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। দুপুরে রানীনগরের ঘোষগ্রামে এই দুর্ঘটনা ঘটে। আহত ৩ জনের মধ্যে গুরুত্বর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেয়া হয়েছে। তবে নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল ইসলামের দাবী, তারা রং সাইড দিয়ে গাড়ি চালচ্ছিলেন।এসময় আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস দেন তিনি।