আলাভাসের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা
- আপডেট সময় : ০৮:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩২ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় বছরের শেষ ম্যাচে আলাভাসের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। এরই মাধ্যমে ২০১১ সালের পর আবারো ঘরের মাঠে কোনো ম্যাচ না হেরে বছর শেষ করলো বার্সেলোনা।
প্রথমার্ধের নবম মিনিটেই আলাভাসের জালে বল পাঠায় মেসি। কিন্তু অফসাইডের জন্য গোল দেননি রেফারি। যদিও পরে দেখা যায় অফসাইডে ছিলেন না বার্সেলোনা অধিনায়ক। স্বাগতিকরা পাঁচ মিনিট পরই এগিয়ে যায়। গ্রিজমানের নিখুঁত ফিনিশিংয়ে বল খুঁজে নেয় জাল। ৪৫ মিনেটে ভিদেলের গোলে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ব্যবধান কমায় আলাভেস। কিন্তু ৬৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ব্যবধান বাড়ান মেসি। আর ৭৫ মিনিটে সফল স্পট কিকে ৪-১ এর বড় ব্যবধানে জয়ের বন্দরে নিয়ে যায় সুয়ারেস। এ নিয়ে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকে বছর শেষ করেছে বার্সেলোনা। আর দুই নম্বরে রয়েছে ৩৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ।