আলামত ও দশটি বিষয়ে ভিত্তি করে চলছে হাসেম ফুডস কারখানার অগ্নিকাণ্ড মামলার তদন্ত কাজ
- আপডেট সময় : ০৬:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের পুড়ে যাওয়া ভবনটিতে কিছু অর্ধগলিত হাড় পড়ে থাকার দাবি করেছেন নাগরিক তদন্ত দলের সদস্যরা। এদিকে, আলামত ও দশটি পয়েন্টের ওপর নির্ভর করেই মামলা তদন্তের কাজ চলবে বলে জানিয়েছে সিআইডি।
দুপুরে নাগরিক তদন্ত কমিটির সদস্যরা ভবনটি পরিদর্শনে গেলে অর্ধগলিত হাড়গুলো দেখতে পান। হাড়গুলো অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া কোনো নারী শ্রমিকের বলে ধারণা করছেন তারা। তদন্ত দলের সদস্য ও গার্মেন্ট শ্রমিক সংহতির প্রধান- তাসলিমা আখতার জানান, ‘চার তলার দক্ষিণ-পূর্ব কোণের একটি পোড়া স্তুপে হাড়গুলো পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, হাড়গুলো কোনো নারী শ্রমিকের হবে। এই হাড়ের সন্ধান– মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন তৈরি করছে। এদিকে, আজ কারখানা পরির্দশন করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক। এসময় তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি পয়েন্টের ওপর ভিত্তি করে চলবে মামলার তদন্তের কাজ। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলেও জানান তিনি। ৮ জুলাই বিকেলে রূপগঞ্জের হাসেম ফুড কারখানার অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর দেয়া হয়েছে। এ ঘটনায় আহত হন আরো অন্তত ৩০ শ্রমিক।