আ’লীগকে প্রতিহত করতে না পারলে দেশ থেকে আইনের শাসন বিলুপ্ত হয়ে যাবে: আমির খসরু
- আপডেট সময় : ১০:৪৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৬২৫ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের নেতৃত্ব পরিচালিত ফ্যাসিস্ট রেজিমের সর্বশেষ শক্তি হিসেবে আবির্ভুত হয়েছে আওয়ামী বিচারক লীগ। এদেরকে প্রতিহত করতে না পারলে দেশ থেকে আইনের শাসন বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রাম আইনজীবী সমিতি মিলনায়তনে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট আয়োজিত আইনজীবী সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশ থেকে বিচারকদের আচরণ পরিবর্তন না হলে ভবিষ্যতে আদালত বর্জনের হুমকি দেন আইনজীবী নেতারা।
বিচারকদের রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদ জানাতে এই আইনজীবী সমাবেশের আয়োজন করে ইউনাইটেড ল’ইযার্স ফ্রন্ট নামের একটি সংগঠন। এতে অংশ নেনে বিএনপি পন্থী সিনিয়র আইনজীবীরা। বিচারের নামে প্রহসন করলে অদুর ভবিষ্যতে আদালত বর্জনের পাশাপাশি আইনজীবীদের নেতৃত্বে গণভবন ঘেরাও কর্মসুচী দেয়ার হুশিয়ারি দেন তারা।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সরকার বিরোধী জাতীয় নেতারা বিচারকদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে মন্তব্য করেন গণফোরামের নির্বাহী সভাপতি।
স্বঘোষিত দলীয় বিচারপতিদের প্রতিহত করতে আইনজীবীদের প্রতি আহবান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমির খসরুর অভিযোগ দলিয় পুলিশ, লেজুরবৃত্তি প্রশাসন, লুটেরা ব্যবসায়ীর পর এবার ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে নির্লজ্জভাবে সংবিধান ও শপথ লঙ্ঘণ করতে শুরু করেছে বিচারকরাও