আ’লীগ আমলে ধর্ম-বর্ণ নির্বেশেষে সবাই নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের আমলে ধর্ম-বর্ণ নির্বেশেষে সবাই নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারে। এ মন্তব্য করেছেন চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী।
দুপুরে মাদারীপুরের শিবচরে দুর্গাপূজায় রাধাগোবিন্দ জিউর মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়ে এ মন্তব্য করেন চিফ হুইপ। বলেন, জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায়ের যে কোন ধর্মীয় অনুষ্ঠান নিরাপত্তার সাথেই পালিত হয়। মতবিনিময় সভায় তিনি আরে জানান, শিগগিরই পদ্মা সেতু ও রেল লাইনের কাজ শেষ হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের দুয়ার খুলে যাবে।