আ’লীগ ও বিএনপির মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা মানায় না : জিএম কাদের
- আপডেট সময় : ০৮:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ ও বিএনপির মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা মানায় না। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ১৯৯১ সালের পর রাষ্ট্রক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে কবর দিয়েছে তারা। দুপুরে বনানী কার্যালয়ে পার্টির নির্বাহী ও কেন্দ্রীয় সদস্যদের সাংগঠনিক সভায় তিনি একথা বলেন। জিএম কাদের বলেন, সংসদীয় গণতন্ত্রের নামে আওয়ামী লীগ যেভাবে সংবিধান সংশোধন করেছে, তাতে দেশে গণতন্ত্র চর্চার পরিবেশ নেই। দেশে এখন আইনের শাসন নেই, ন্যূনতম সুশাসনও নেই।
মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যার এর বনানী কার্যালয় পার্টির নির্বাহী ও কেন্দ্রীয় সদস্যদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, লুটপাটের গণতন্ত্র প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের শহীদ ও জাতির জনককে অসম্মান করেছে আওয়ামী লীগ ।
এতে প্রধান অতিথির বক্তব্যে পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মূল্যায়ণ করলে প্রমান হবে, দেশের মানুষ এখন স্বাধীনতার সুফল পাচ্ছে না।
তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে না জানিয়ে জি এম কাদের বলেন, তারা রাজনীতি করে ক্ষমতা গিয়ে লুটপাট করার লক্ষে।