আ’লীগ রাজতন্ত্র বাস্তবায়ন করতে চায়, গণতন্ত্র নয় : জি এম কাদের
- আপডেট সময় : ০৩:২২:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / ১৬৫১ বার পড়া হয়েছে
নির্বাচন বন্ধ করে কোনো দেশের সরকার পরিবর্তন সম্ভব না, তাই জাতীয় পার্টি নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করছে বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ মন্তব্য করেন তিনি।
জি এম কাদের বলেন, দেশের রাজনীতির চরিত্র পরিবর্তন হয়েছে; হয় গলায় মালা নেবেন, না হয় ফাঁসির দড়ি নেবেন। ভোটে না গেলে জাতীয় পার্টি টিকে থাকবে কিনা সেই সন্দেহে নির্বাচনে অংশ নিয়েছে দল। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়েও রাজতন্ত্র বাস্তবায়ন করতে চায়, গণতন্ত্র নয়। তারা রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলেছে। দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল করতে চেয়েছিল আওয়ামী লীগ। কিন্তু সেই শর্তে রাজি না হওয়ায় জাতীয় পার্টি এখন কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে জানান তিনি। আর দলের মহাসচিব মজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ চায় না দেশে কোন রাজনৈতিক দল টিকে থাকুক।