আ’লীগ সমর্থিতদের নিয়ে বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
- আপডেট সময় : ০৩:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে চলছে পদত্যাগের হিড়িক। এরই মধ্যে ১৫ জন দল ছেড়েছেন। ত্যাগী, পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে, আওয়ামী লীগ সমর্থিত, অযোগ্য ও জনসমর্থনহীন নেতাদের নিয়ে আহ্বায়ক কমিটি করার প্রতিবাদে এই পদত্যাগ চলছে। পদত্যাগীদের অভিযোগ, যাদেরকে কমিটিতে রাখা হয়েছে, তারা মাঠ পর্যায়ে আন্দোলন চাঙ্গা করতে পারবেন না। অবশ্য কমিটির আহ্বায়ক সকল ভেদাভেদ ভুলে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন।
দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করেছে দলের হাইকমান্ড। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করা হয়।
কমিটি ঘোষনার পর পরই স্থানীয় বিএনপিতে দানা বাধতে থাকে ক্ষোভ। বিক্ষুব্দ নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ আনেন। শুরু হয় পাল্টা-পাল্টি বক্তব্য, বিবৃতি। শুরু হয় পদত্যাগ। এরই ম্যে ১৫ জন দল থেকে পদত্যাগ করেছেন।
আতাউর রহমান মুকুল, আব্দুস সবুর সেন্টু ও হাজী নূর উদ্দিনআহমেদসহ পদত্যাগী নেতাদের দাবি, পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে, আওয়ামী লীগ সমর্থিত, অযোগ্য ও জনসমর্থনহীন নেতাদের আহ্বায়ক কমিটিতে স্থান দেয়া হয়েছে। তাদের দ্বারা মাঠ পর্যায়ে আন্দোলন চাঙ্গা করা যাবে না।
নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের অতীত কর্মকান্ড নিয়েও সমালোচনা করেন তারা।
অভিযোগ অস্বীকার করে নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বলেছেন, বিএনপির হাই কমান্ড ব্যাপক খোঁজ খবর নিয়েই তাদের নেতৃত্বে কমিটি করেছেন।
পদত্যাগী নেতারা ইতিমধ্যে বিএনপি মহাসচিবসহ শীর্ষ নেতাদের সাথে দেখা করেছেন। তবে স্থানীয় নেতাকর্মিরা মনে করেন, শীর্ষ নেতাদের হস্তক্ষেপে নারায়নগঞ্জ মহানগর বিএনপির বিরোধ দ্রুত অবসান ঘটবে।