আ’লীগ সরকার ভোট চুরি করে মানবাধিকার কেড়ে নিচ্ছে : আমীর খসরু
- আপডেট সময় : ০২:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ভোট চুরি করে মানবাধিকার, আইনের শাসন ও গণতন্ত্র কেড়ে নিচ্ছে। এসময় খালেদা জিয়ার রাজনীতি নিয়ে মন্তব্য না করতে আওয়ামী লীগকে সতর্ক করেছেন আমীর খসরু।
খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদের বিতাড়িত করলেই দেশ নিরাপদ থাকবে বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, আইনের শাসনহীন আইনের ব্যাখা দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা। বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, এক-এগারোতে হওয়া সব মামলার পাশাপাশি গত ১২ বছরের গুম-খুন-দুর্নীতির মামলা হলে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে আন্দোলন ঘিরে কাউকে জেলজুলুমের ভয় দেখিয়ে লাভ নেই।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবি পরিষদের প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে ’৭১ এর মতো শান্তি কমিটি গঠন। তিনি আরো বলেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও লুটপাটের বোঝা জনগণের কাঁধে চাপানো হচ্ছে।